বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::
গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে খাগড়াছড়ির জনজীবন থমকে গেছে। ভারী বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী নদী সহ স্থানীয় খাল ও ছড়ার পানি বাড়তে শুরু করেছে।
রোববার সকাল থেকে মাইনী নদীর পাহাড়ী ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা লংগদু আঞ্চলিক সড়কের ইয়ারং ছড়ি এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া এ সড়কের কয়েকটি নিচু স্থানে পানি উঠায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
এদিকে ভারী বর্ষণে গুইমারা উপজেলার ছড়ার পানি বেড়ে জালিয়াপাড়া বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটেছে জেলা সদরের শালবন, ভুয়াছড়ি, গুগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায়। তবে কেন হতাহতের খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ জনের জন্য আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।