আল আমিন, নাটোর প্রতিনিধি :::
সচেতন নাগরিক কমিটি (টিআইবি)নাটোর জেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস’কে সামনে রেখে ”আর নয় প্লাস্টিক দুষণ ”স্লোগান নিয়ে
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় নাটোর কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে সনাক সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক , মহিলা পরিষদ নেত্রী তসলিমা খান, আদিবাসী নেতা নরেশ ওরাও প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন সনাক সহ সভাপতি শিবলী সাদী।
সমাবেশ বক্তারা বলেন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার আমাদের পরিবেশকে কলুষিত করছে। এ থেকে উত্তরণের জন্য প্লাস্টিক দুষণ রোধ চুক্তিটি দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। পাশাপাশি বেশী করে গাছ রোপণের উপর গুরুত্ব দেন বক্তারা ।