25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম বড়াব্দা নালপাড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একই পরিবারের দুই শিশু সন্তান পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।

নিহতরা ওই এলাকার বাসিন্দা মোঃ আরজু মিয়ার সন্তান। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩১) দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় দুই ভাই বোন।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশু দুটিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, শিশু দুটি ছিল পরিবারের অত্যন্ত আদরের এবং সবার প্রিয়। তাদের এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

ইসলাম ধর্ম অনুযায়ী জান্নাতের পাখি হয়ে যাওয়ার এই বিশ্বাসে এলাকাবাসী ও স্বজনরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর