26 C
Dhaka
Thursday, October 2, 2025

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,
সহকারি কমিশনার ইসতিয়াক আহম্মেদ,সহকারি কমিশনার মাহামুদুল হাসান দিপু সহ বিভিন্ন স্কুল ও এনজি কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৩ থেকে ১৫ বছর বয়সী অন্তত তিন কোটি ৭০ লাখ কিশোর–কিশোরী নিয়মিতভাবে তামাক ব্যবহার করে এবং যাদের নির্দিষ্ট ব্র্যান্ডে আসক্ত করতে কোম্পানিগুলো নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেয়। এর মধ্যে সুগন্ধিযুক্ত তামাকপণ্য বাজারজাতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের তামাকপণ্য সহজলভ্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিদের ব্যবহার করা, বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা প্রদান এবং শক্তিশালী আইন ও কর পদক্ষেপের বিরোধিতা করা অন্যতম। এজন্য সরকার কে তামাক নিয়ন্ত্রন যে আইন আছে সেইটা সঠিক ভাবে পালন করতে সরকারকে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর