সানাউল্লাহ রেজা শাদ, বরিশাল::
বরিশালে জাতীয় পার্টির (জাপা) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়কসহ পাঁচজন আহত হয়েছেন।
অপরদিকে পাল্টা প্রতিরোধের সময় হামলাকারীদের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
শনিবার (৩১ মে) বিকেলে নগরীর ফকিরবাড়ি রোড ও সদর রোডের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে।
জাপার আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে নগরীর ফকিরবাড়ী রোডের দলীয় কার্যালয়ে তারা সভা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে সদর রোডের প্রবেশ মুখে পৌঁছালে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে হামলা করে। তারা পিটিয়ে তাকেসহ পাঁচজনকে আহত করে। তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিহিত করে হামলাকারীদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় একজন হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়েছে। হামলাকারী কারা আমরা চিনতে পারেনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন পক্ষ অভিযোগ দেয়নি। তাই আটক বলা যাবে না।