27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ছাত্র-শিবিরের সহায়তায় অনার্স ভর্তি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী অদম্য রাসেলের অংশগ্রহণ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে ছাত্র শিবিরের সহযোগিতায় এবার অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে নাটোরের সিংড়া উপজেলার অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী
শিক্ষার্থী রাসেল।

আজ শনিবার নাটোর এনএস কলেজে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেয় সে। ইতোমধ্যে শিবিরের সহযোগিতায় নাটোর জামহুরিয়া মাদ্রাসায় ফাজিলে ভর্তি হয়েছে সে।

তার পড়ালেখার সকল দায়িত্ব বহন করছে ইসলামী ছাত্র শিবির।রাসেল সিংড়া পৌর এলাকার সোহাগবাড়ি গ্রামের রহিম মৃধার ছেলে। রাসেলের দুই হাত ও ডান পা নেই। শুধু বাম পা রয়েছে। তাও আবার

স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। এ অবস্থায় পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাসেল মৃধা। তবে তার এ চেষ্টা বৃথা যায়নি। নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৩.২৯ পেয়ে উত্তীর্ণ হয় রাসেল। অভাব-অনটনের মাঝেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। এর আগে জুনিয়র দাখিল ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি।

ছাত্র শিবিরের সিংড়া উপজেলা শাখার সভাপতি এমরান ফরহাদ রাসেল মৃধা অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী। তার প্রচেষ্টার সাথে আমাদের প্রয়াস। উচ্চ শিক্ষার পথ যেনো না থামে সে জন্য আমাদের এইসহযোগিতা। আজীবন পড়ালেখার দায়িত্ব আমাদের। সে বাবা মার মুখে হাসি ফুটিয়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর