ফেরার ম্যাচে শুরুতেই বল হাতে পেলেন মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম ওভারেই উইকেট পাওয়ার আশা জাগালেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। তবে শাহিবজাদা ফারহানের ভীষণ কঠিন ক্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান।অফ স্টাম্পের বাইরের বল কাভারের উপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন ফারহান। টাইমিং করতে পারেননি, বল যায় কাভার ফিল্ডারের মাথার উপর দিয়ে। ছুটে গিয়ে মাথার পেছন থেকে আসা বলে হাত ছোঁয়াতে পারেননি তানজিদ।
১ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৭।
বাউন্ডারির কাছে বল পাঠিয়ে সাইম আইয়ুব ডাবলস নিলেন। তৃতীয় রান নিতে গিয়েই করলেন ভুল। ব্যাটিং প্রান্ত থেকে বেরিয়ে আসেন তিনি, শাহিবজাদা ফারহান নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। আবার ফিরতে গিয়ে সাইম পড়ে গেলে তাওহীদ হৃদয়ের থ্রোয়ে লিটন দাস ততক্ষণে স্টাম্প ভেঙে দেন। ৪ বলে ৪ রান করে আউট হন পাকিস্তানি ওপেনার। ১২ রানে ভাঙলো উদ্বোধনী জুটি।
আবারও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩ ওভারে ২৬/১ (শাহিবজাদা ২১*, সাইম ৪, হারিস ১*)