26 C
Dhaka
Thursday, October 2, 2025

সাকিবের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন নতুন বিসিবি সভাপতি

আরও পড়ুন

ক্রীড়া প্রতিবেদক

৮ পরিচালকের অনাস্থা প্রকাশ ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনার প্রেক্ষিতে গত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।সরকারের চাওয়া অনুযায়ী ফারুক পদত্যাগ না করলেও তাঁর মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি সভাপতি পদ স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যায়। সেই শূন্যস্থান পূরণ হতে একদিনও লাগল না।

দুই দিনের নানা নাটকীয়তার পর আজ বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ১৬তম সভাপতি হিসেবে বিকেলে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম সংবাদ সম্মেলন করেন এই সাবেক ক্রিকেটার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা ও আশাবাদের কথা জানান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক এই অধিনায়ক। সেখানে সাকিব আল হাসান প্রসঙ্গও আসে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি দলটির সাবেক সংসদ সদস্য সাকিব। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চাইলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁকে দেশে আসতে নিরুৎসাহিত করেন। তাই ফারুক আহমেদের বোর্ড চাইলেও অক্টোবরে ভারত সফরে টেস্ট সিরিজের পর সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি।

কিন্তু নতুন বোর্ড সভাপতি আমিনুল কি সাকিবকে দেশে ফেরাতে সরকারকে রাজি করাতে পারবেন? এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার কি আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন?

এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর (বিসিবির) নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া বা পদ্ধতি আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন এবং তাঁদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব।’

সাকিব বড় মাপের তারকা হলেও জাতীয় দলে ফিরতে হলে ফিট থাকতে হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন আমিনুল, ‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর