26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রুবার সকাল ৯ টায় নাটোর শহরের আলাইপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,কোরআন খতম, কালো ব্যাজ ধারন ও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি,সাইফুল ইসলাম আফতাব,
মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,শহীদ জিয়া যখন দেশকে সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়, লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর