26 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ মামলা ll প্রেমিক কাওসারের জামিন ll বিয়ের সম্ভাবনা

আরও পড়ুন

স্বপন রবি দাশ

(হবিগঞ্জ প্রতিনিধি)

 

হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেমিক কাওসার মিয়া (২৫)-এর জামিন মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, উভয়েই প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত বুধবার (২৭) দুপুরে আদালত কাওসারের জামিন মঞ্জুর করেন। এ সময় ভিকটিম ও তার পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার সকালে। বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হান্নান মিয়ার ছেলে কাওসার তার প্রেমিকাকে সিনেমা দেখানোর কথা বলে শহরের মোহন সিনেমা হলে নিয়ে যায়। তারা হলে দ্বিতীয় তলায় বসে সিনেমা দেখছিলেন। সিনেমা চলাকালে কাওসার ভিকটিমকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর বিষয়টি জানাজানি হলে কাওসার ভিকটিমকে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, পরিস্থিতি বেগতিক দেখে কাওসার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে কাওসার ধর্ষণের ঘটনা স্বীকার করেন এবং জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং বিদেশ থেকে ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল। তার দাবি, দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। ভিকটিম অচেতন হয়ে পড়ায় তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। কাওসার আরও জানান, বিয়েতে তার কোনো আপত্তি নেই।

ভিকটিমের পরিবার মামলা করতে অনিচ্ছুক হওয়ায় পুলিশও বিপাকে পড়ে। তবে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং একটি প্রভাবশালী মহল কাওসারকে থানা থেকে ছাড়িয়ে নিতে তৎপরতা শুরু করে।

শেষ পর্যন্ত রবিবার বিকালে পুলিশ কাওসারকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে। এরপর সোমবার তার জামিনের আবেদন করলে আদালত ঘটনাটি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেন এবং ভিকটিমকে হাজির করার নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ভিকটিমকে আদালতে হাজির করলে বিচারক পরিস্থিতি বিবেচনা করে বুধবার কাওসার মিয়ার জামিন মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর