26 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি প্রশাসনের

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

আইনশৃঙ্খলা অবনতির শঙ্কায় পঞ্চগড় প্রেস ক্লাবে ঝুলছে প্রশাসনের তালা । প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা জারি করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ আদেশ জারি করেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন প্রেস ক্লাবসহ প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন। জানা গেছে, জুলাই বিপ্লবের পর স্থানীয় সংবাদকর্মীদের একটি পক্ষ প্রেস ক্লাবে অবস্থান নিলে অপরপক্ষ সেখান থেকে বের হয়ে যান। এরপর থেকে ক্লাব দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে।

বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উভয়পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে ক্লাবের মুল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এনিয়ে রাতে একটি পক্ষ প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশ পথে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাতে প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় দুই পক্ষ। তবে বৃহস্পতিবার সকালে তালা ভেঙে সাংবাদিকদের দুটি পক্ষ ফের প্রেস ক্লাবে অবস্থান নেয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

উভয়পক্ষের সংবাদকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারিসহ অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। একই সঙ্গে প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেস ক্লাব ও শহরের চৌরঙ্গী মোড় থেকে জালাসি মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর