26 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে আইনশৃঙ্খলা সভা: মাদক, ভুয়া আইডি ও অর্থ লোপাট নিয়ে উদ্বেগ

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল—মাদক ও জুয়া দমন, ফেসবুকে ভুয়া আইডি থেকে অপপ্রচার, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন এবং পশুর হাটের অর্থ লোপাট।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী সভায় বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও মাদক ও জুয়ার বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দিনারপুরসহ কয়েকটি এলাকায় এসবের বিস্তার ভয়াবহ আকার ধারণ করছে। তিনি ফেসবুকে ভুয়া আইডি যেমন আরফা ইসলামের মাধ্যমে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার এবং ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ তুলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, গজনাইপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পশুর হাট পরিচালনার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগও তোলেন তিনি।

এছাড়া, কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন, পানিউমদার ভরগাঁও গ্রামে গ্যাসকূপ খননের আড়ালে পাহাড়-টিলা কেটে পরিবেশ ধ্বংস, নবীগঞ্জ-রুদ্রগ্রাম ও পানিউমদা-সমশেরগঞ্জ সড়কের বেহাল দশা এবং ভাঙা কালভার্টে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়গুলোও আলোচিত হয়।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান জানান, কোরবানির ঈদে উপজেলায় পশুর সংকট নেই, বরং স্থানীয়ভাবে চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে। তিনি জানান, সম্প্রতি একজন ব্যক্তি চিকিৎসা সেবা নেওয়ার পর অফিসে অসদাচরণ করেন, যা সভায় আলোচিত হয়।

ওসি শেখ মো. কামরুজ্জামান সভায় জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। নারী আসামি গ্রেপ্তারে মহিলা পুলিশ উপস্থিতি নিশ্চিত করা হবে এবং ভুয়া ফেসবুক আইডির বিষয়ে জিডির ভিত্তিতে আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, পাহাড় কাটা ও বালু উত্তোলন বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট—আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গজনাইপুর পশুর হাট ইস্যুতেও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি কোরবানির পশুর চামড়া স্থানীয় মাদ্রাসা ও মসজিদে দান করার আহ্বান জানান। নবীগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ টমটম চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা ও ব্যবসায়ীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সমস্যা ও অভিযোগগুলো সরাসরি আলোচনার মাধ্যমে গুরুত্বসহকারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর