26 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত 

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৫ উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবেল হোসেন, ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার সিংহ ও মোশাহিদ মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা মোকাবেলায় সচেতনতা জরুরি এবং এ উদ্যোগ পরিবার থেকেই শুরু করা উচিত। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। স্থানীয়ভাবে উৎপাদিত দুধ, ডিম, মাছ ও সবজি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার পরামর্শও দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবার, বিদ্যালয় ও সামাজিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর