নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে পর্যবেক্ষণসহ আদেশ দেন। শুনানিতে ইসির পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে।
এর আগে বুধবার (২৮ মে) আদালত নির্বাচন কমিশনের কাছে জানতে চান, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে কি না। সেই সঙ্গে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
ইশরাক হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
গত ১৪ মে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী কাজী আকবর আলী।
তবে হাইকোর্ট ২৬ মে রিটটি খারিজ করে দেন। এর পরপরই খারিজাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়, যার শুনানি শেষে আজ আপিল বিভাগ নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেন।