25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

লন্ডনে নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত

আরও পড়ুন

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক::

বাংলাদেশে নারী ও শিশুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে লন্ডনে নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতিকর্মী মুনিরা পারভীনের পরিচালনায় নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিবাদ, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেলের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে সমবেত প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিরা প্রতিবাদী র‌্যালি প্রদক্ষিণ করে সমাবেশ বক্তব্য দেন- ব্রিটিশ বাংলাদেশি সচেতন নাগরিকরা। এছাড়া সমাবেশে ছিল প্রতিবাদী কণ্ঠে আবৃত্তি, গান, নৃত্য ও পথনাটক। সবার কণ্ঠে একই বাক্য ঘরে বাইরে এ নির্যাতন দ্রুত বন্ধ হোক।

সমাবেশে বক্তারা বলেন- নারী ও শিশু নিরাপদ হলে সেই জাতিকে সভ্য বলে। নারী-শিশু ভালো থাকলে, সেই জাতি শান্তিতে থাকবে, সমাজ নিরাপদ থাকবে। আসুন আমরা দেশে-বিদেশে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে একতাবদ্ধ হই, প্রতিবাদ করি, আওয়াজ তুলি, বিচার চাই।

লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে সাংস্কৃতিক কর্মীদের অভিনব প্রতিবাদ শিল্প, কণ্ঠ ও চেতনার সম্মিলনে হোক একটি শক্তিশালী বার্তা।আসুন, শুধু মিছিল মিটিং, সমাবেশ, প্রতিবাদ নয়, বাস্তবে এর প্রতিকার চাই, এই উদ্যোগকে সফল করে তুলি এবং নিপীড়নের বিরুদ্ধে মানবতার পক্ষে দাঁড়াই।

প্রতিবাদ সমাবেশে প্রতিনিধিত্ব করেন নারীনেত্রী, সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব নাজমা হোসাইন, এটিএ বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, ব্যারিস্টার তানিয়া আমির, সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ, হেলেন ইসলাম, পুস্পিতা গুপ্তা, সমিরুন চৌধুরী, রিনা কবীর ও দিলরুবা ইয়াসমিন রুহী প্রমুখ।

লন্ডনের এই সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশে আরও অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, গৌউছ সুলতান, লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সত্য বাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সৈয়দ এনাম ইসলাম, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, কবি মুজিবুল হক মনি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক সুয়েজ মিয়া ও সাংবাদিক কামরুল আই রাসেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর