25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি; খাগড়াছড়িতে কলম বিরতি

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ কয়েকটি দাবিতে খাগড়াছড়িতে কলম বিরতি পালিত হয়েছে। জেলার সরকারি কলেজ, মহিলা কলেজ প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে এ কলম বিরতি কর্মসূচি চলেছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে সকাল ৯ টা থেকে দুপুর ১২ পর্যন্ত চলে এ কর্মসূচি।

কলেজগুলোতে সকাল থেকে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শ্রেণি কার্যক্রমে অংশ নেননি শিক্ষা ক্যাডাররা। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। বলেন, ক্যাডার যার মন্ত্রণালয় তার। ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল, প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা প্রত্যাহারসহ সকল ক্যাডারে সমতা চান তারা।

এছাড়া আরও কয়েকটি দপ্তরে এ কর্মসূচি চলছে। তবে জরুরি সেবার আওতায় থাকায় খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবা বিভাগে এ কলম বিরতি পালন করা হয়নি।

দুইদিনের এ কলম বিরতির প্রথম দিন পালিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন পুলক বরণ চাকমা অধ্যক্ষ , সরকারি মহিলা কলেজ, কৃতি চাকমা, সহকারী অধ্যাপক, সরকারি মহিলা কলেজ, আবু সাইয়েদ মুজিব সহ সরকারি মহিলা কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর