নিজস্ব প্রতিবেদক:::
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয় চত্বরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকে শত শত সরকারি কর্মচারী বিক্ষোভে অংশ নেন, সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে অবস্থান ও মিছিল করতে দেখা যায় তাদের। বিশেষত মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে ছিল কর্মচারীদের জোরালো উপস্থিতি।
বিক্ষোভের জেরে সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রধান ফটকে মোতায়েন রয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট। পাশাপাশি সচিবালয়ের আশপাশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও। শুধু সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরই আজ প্রবেশের অনুমতি রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, আজ (মঙ্গলবার) সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সচিবালয়ে দায়িত্বরত পুলিশের একাধিক সূত্র জানায়, সংবাদকর্মীদের প্রবেশের বিষয়ে দুপুর ১২টার দিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, দাবি আদায়ে কর্মচারীরা গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ করেছেন। আজ তারা আবারও মিছিলের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের একই দাবিতে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।
সচিবালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সম্মিলিতভাবে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।