25 C
Dhaka
Thursday, October 2, 2025

ফরিদপুর সদরপুরে বর্নিল আয়োজনে ভূমি মেলা- ২০২৫ উদ্বোধন

আরও পড়ুন

সরোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার)

ফরিদপুর

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৬ মে সোমবার সকাল ১১ টায়  জেলার সদরপুর উপজেলায় বর্নিল আয়োজনে ৩ দিনব্যাপ ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার ভূমি জনাব জাকিয়া সুলতানা। এর আগে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সংবাদ কর্মী, আগত অতিথিদের নিয়ে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সভামঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার ভূমি জনাব জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সব্যসাচী মজুমদার, কৃষি কর্মকর্তা নিটল রায়, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ভূমি সেবা গ্রহীতাগন ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন ভূমি উন্নয়ন কর পরিষদ করে দেশ উন্নয়নের সহযোগিতা করুন ও সঠিক সময়ের মধ্যে ভূমির কর পরিশোধ করুন। বর্তমানে ভূমি সেবা সহজ করতে ৯৫% অনলাইন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর