26 C
Dhaka
Thursday, October 2, 2025

ঘুমিয়ে স্বপ্ন না দেখে জাগ্রত স্বপ্নকে বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

আরও পড়ুন

মিরসরাই প্রতিনিধি ::

সোমবার (২৬ মে) দুপুর ১২টায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্ণার-২’-এর শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। সময় যেমন সামনের দিকে এগিয়ে যায়, তেমনি সময়ের গতির সাথে সবাইকে অগ্রসর হতে হবে। তাহলে কেউ পিছিয়ে থাকবে না।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম প্রমুখ। এসময় যুব উদ্যােক্তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন তাছলিমা আক্তার প্রমি।
এদিন তিনি মিরসরাই থানা সংলগ্ন অছি মিয়া ব্রীজ এবং মিরসরাই ট্রাফিক পুলিশ বক্সেরও উদ্বোধন করেন। পরে মিরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এছাড়াও প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণও বিতরণ করা হয়। অনুষ্ঠানে “মিরসরাই: সমৃদ্ধির অগ্রযাত্রা” নামক একটি প্রামাণ্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর