স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জিল্লুর রহমান (৪০) নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিল্লুর রহমান একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ মে) গভীর রাতে একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিল্লুরের।
খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় অভিযান চালিয়ে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে ঘাতক জাহাঙ্গীরকে আটক করে পুলিশ।
একটি পারিবারিক সূত্র জানিয়েছে, নিহত জিল্লুর রহমান ও ঘাতক জাহাঙ্গীর চাচাতো ভাই। কিছুদিন আগে একটি মামলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জিল্লুর। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে জাহাঙ্গীর।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।