25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে মোবাইল প্রেমের ফাঁদে কলেজছাত্রী নির্যাতনের শিকার প্রেমিক আটক

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:::

হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে প্রেমিকের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৭)।

গতকাল শনিবার (২৪ মে) সকালে প্রেমিকের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে সিনেমা দেখানোর কথা বলে তাকে হলে নিয়ে যায় প্রেমিক। সেখানে ঘটে অমানবিক এ ঘটনা।

এ ঘটনা জানাজানির পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সচেতন মহল বলছে, বর্তমানে প্রযুক্তির মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক তরুণ-তরুণীদের জন্য যেমন সহজ, তেমনি এর রয়েছে নানা ঝুঁকি। অল্প বয়সে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধ বিশ্বাস ও স্বল্প পরিচয়ে ঘনিষ্ঠতা বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দিতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পারিবারিক পর্যায়ে খোলামেলা আলোচনা, নৈতিক শিক্ষায় জোর দেওয়া এবং সন্তানদের সঙ্গে দৃঢ় বন্ধন গড়ে তোলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে তরুণ প্রজন্মকে সচেতন ও নিরাপদ রাখতে।

এদিকে, সিনেমা হলসহ জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন অভিভাবকরা। তারা মনে করেন, এমন জায়গাগুলোতে কর্তৃপক্ষের নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা আরও বাড়ানো প্রয়োজন।

হবিগঞ্জ সদর থানার একজন কর্মকর্তা জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর