26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনের পুশ ইন; পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনের পুশ ইন করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে পুশ ইন হয়। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় একাধিক সুত্রে বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সুত্রগুলো বলছে পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে। এদেরমধ্যে ৭ জন পুরুষ ,৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

পুশ ইন হওয়া লোকজন হরিয়ানা থেকে বিমানে করে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিন ত্রিপুরার করবুক এর সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় বিএসএফ নিয়ে আসে এবং আজ সোমবার ভোর রাতে জোরপুর্বক বাংলাদেশে ঠেলে দেয় বলে জানা গেছে। তারা  বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে দাবী করেছে। কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানা গিয়েছিলো এমনটাই জানিয়েছে স্থানীয়দের।

তবে এ বিষয়ে বিজিবি থেকে স্পষ্ট করে কোন বক্তব্য পাওয়া যায়নি। কোন তথ্যও দেয়া হচ্ছে না।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, পুশ ইন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে গিয়ে তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া জানিয়েছেন ইউএনও।

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। বাংলাদেশী হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে। অনুপ্রবেশ হয়ে থাকলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর, তাইন্দং, পানছড়ির লোগাং ও রামগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জন পুশ ইন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর