24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু খাগড়াছড়িতে

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

খাগড়াছড়ি জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। ২৫ মে রোববার বিকালে খাগড়াছড়ি জেলা দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান,জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান ও জেলা ছাত্র দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোহেলসহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘ দিন পর উৎসবমুখর পরিবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি করতে পেরে খুশি নেতাকর্মীরা। এছাড়াও উক্ত সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এম এন আবছার বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও দমন পীড়নের ফলে এমন উৎসব মুখর পরিবেশ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সম্ভব হয়নি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বিএনপির কোনো কমিটিতে আওয়ামী লীগের কোনো দোসরের স্থান হবে না এবং এ ব্যাপারে নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর