আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নাটোরে নদীতে ডুবে যাওয়ার ২২ ঘন্টা পর রোহান (৯) এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ ২৫ মে রোববার সকালে গুরুদাসপুর উপজেলার পিপলা এলাকায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সকালে গোসল করতে গিয়ে ডুবে যায় রোহান। রোহান পিপলা গ্রামের গোকুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সকালে পিপলা ব্রিজ পয়েন্ট এলাকায় গোসল করতে যায় পিপলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রোহান। পরে স্রোত ও কচুরিপানার নিচে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তার স্যান্ডেল দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন চেষ্টা করেও শুরু রোহানকে উদ্ধার করতে পারেনি। পরে আজ সকালে রোহানের মরদেহ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।