আল আমিন, নাটোর প্রতিনিধি :::
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সেনা বাহিনী প্রধানের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করা মিলিটারি ক্যু এর শামিল। এটি করার অধিকার বা এখতিয়ার ২০২৪ এর গণঅভ্যুত্থান সেনাপ্রধানকে দেয়নি।
আমরা সকল বাহিনীকে বলছি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন। যদি আপনাদের কোন কথা থাকে তবে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা বা সরকারের সাথে কথা বলুন। আর্মি অফিসারদের উত্তেজিত করা থেকে বিরত থাকুন।
আজ শনিবার(২৪ মে) নাটোর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘কিছুদিন আগে ভারতীয় মিডিয়া বলেছে বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হওয়ায় ভারত সরকার কাজ করতে পারছে না বাংলাদেশের সাথে। এর কিছুদিন পর রাজনৈতিক নেতারা পাবলিক ফোরামে একই কথা বলেছে। তাহলে কার বক্তব্য কে বলছে? কিছুদিন পর একই বক্তব্য সেনাপ্রধান বলছে। দিল্লীর ছকে বাংলাদেশকে বিক্রির চক্রান্ত দেখতে পাচ্ছি।’ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্দেশ্য ফুয়াদ বলেন, ‘সেনাপ্রধান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাপারে ম্যানডেটের প্রশ্ন করার উনি কে? আমরা বলতে চাই গণঅভ্যুত্থানই ম্যান্ডেট। বর্তমান সরকার সর্বোচ্চ ম্যান্ডেটধারি। কারন দেশের সকল রাজনৈতিক দল এ সরকারকে ম্যান্ডাট দিয়েছে। সরকারের ম্যান্ডেট নাই এই বক্তব্য ইন্ডিয়ান ন্যারেটিভ।’ তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্যে করে আরও বলেন, ‘আগামী জানুয়ারি থেকে আপনি নির্বাচিত সরকার দেখতে চান। আপনি কে নির্বাচিত সরকার দেখার? এটা বিএনপি বলতে পারে, জামাত বলতে পারে। কোন আর্ম ফোর্স বলতে পারে না, পুলিশ বলতে পারে না। প্রজাতন্ত্রের কর্মচারিকে প্রজাতন্ত্রের ভাষায় কথা বলতে হবে।’ আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশকে ভারতের কাছে লিখে দিয়ে এসেছেন। এবার ১৪০০ শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি। ইন্ডিয়ান ন্যারেটিভ ফিরিয়ে আনা মিরজাফরির শামিল। ফুয়াদ বলেন, ‘১৪০০ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ সিকিম হবে না, নেপাল হবে না। সেনাবাহিনীর সিপাহি ,জওয়ান ও অবসরপ্রাপ্তরা যেমন বাংলাদেশ চেয়েছিলেন, বাংলাদেশ তেমনই চলবে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হল যে সরকার বৈধতার সাথে ক্ষমতায় থাকবেন, তার হুকুম মেনে চলা। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও নাটোর জেলা কমিটির আহ্বায়ক শাহ আলম।