24.5 C
Dhaka
Friday, October 3, 2025

ভারতে ‘বিশেষ’ জাহাজ নির্মাণের চুক্তি বাতিল করল বাংলাদেশ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ভারতের রাষ্ট্রায়ত্ত একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ২১ মিলিয়ন ডলারের সমুদ্রগামী টাগবোট তৈরির চুক্তি বাতিল করেছে। নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার যখন বেশ কয়েক সপ্তাহ বাকি, তখন গার্ডেনরিচ নামে ওই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ ধরনের জাহাজ নির্মাণের অর্ডারটি দিয়েছিল।

কাজটি পাওয়ার পর নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দামও যথারীতি একলাফে বেড়েছিল প্রায় ১০ শতাংশ। এখন সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২১ মে) ভারতের স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়ে এমনটি জানানো হয়েছে।

এই খবর সামনে আসার পর বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির শেয়ার বেশ বড়সড় ধাক্কা খেলেও পরে অবশ্য তারা তা সামলেও নিয়েছে। তবে ওই জাহাজের অর্ডার  কেন বাতিল করা হলো, তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চুক্তি অনুযায়ী, বিশেষ ধরনের ওই জাহাজের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ৬১ মিটার। আর প্রস্থ ১৫ দশমিক ৮ মিটার হওয়ার কথা ছিল।এর ডেপথ বা গভীরতা হওয়ার কথা ছিল প্রায় ৭ মিটার। পরিপূর্ণ লোড নিয়ে জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩ নটিক্যাল মাইল গতিবেগে যেতে পারবে বলেও চুক্তিতে উল্লেখ করা ছিল।বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজের সঙ্গে ভারতের এই জাহাজ নির্মাতা সংস্থাটির মধ্যে চুক্তিটি সই হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই।

চুক্তি অনুয়ায়ী, জাহাজটি তৈরি করে সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে বলেও একটি শর্ত ছিল। কিন্তু চুক্তি হওয়ার বছর না ঘুরতেই সেটি বাতিল হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর