জকিগঞ্জ প্রতিনিধি::
জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বাবুল আহমদ (৬৭) ও তাঁর ছেলে হাকিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ সিরাজুল ইসলাম সিরাই (৭০) ওই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বাবাকে হত্যার দায়ে ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদি হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও উঠানে ঝমে থাকা বৃষ্টির পানি নিয়ে দুই ভাই সিরাজুল ইসলাম ও বাবুল আহমদের মাঝে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুলের কথা-কাটাকাটি হলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সিরাজুল ইসলাম এগিয়ে এলে ছোট ভাই বাবুল ও তাঁর ছেলে হাকিম মিলে সিরাজুলকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতিতে সিরাজুল ইসমাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।