24.5 C
Dhaka
Friday, October 3, 2025

‘প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন’, বিবিসি বাংলাকে নাহিদ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।  বিষয়টি  জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে তিনি এ কথা জানিয়েছেন।

নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের (ড. ইউনূস) পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি.. যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা, একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার…..। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।’

এনসিপির এ নেতা বলেন, ‘আমিতো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’

এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত না নিতে অনুরোধ জানান নাহিদ। তিনি বলেন, ‘আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্খা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে ওনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন।’

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়ে নাহিদ বলেন, ‘হ্যাঁ, যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ। উনি বলছেন উনি এ বিষয়ে (পদত্যাগ) ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। এখন ওনি যদি, রাজনৈতিক দল তার পদত্যাগ চায়…. সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর