26 C
Dhaka
Thursday, October 2, 2025

ফের কারাগারে বরগুনা -১ আসনের সাবেক এমপি শম্ভু ,জামিন নামঞ্জুর 

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:::

বরগুনা সদর থানার বিশেষ আইন, স্যাবোটাজ আইন ও বিস্ফোরক আইনের মামলায় বরগুনা ০১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্য উপমন্ত্রী আ্যডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম মোঃ মনিরুজ্জামানের   আদালতে তোলা হয়।

আজ(২২ মে ) দুপুরে আদালত শুনানি শেষে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত।

এদিকে, আদালতে শম্ভুকে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপি পন্হী আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে।

গতকাল ২১ মে সাবেক ৫ বারের সংসদ সদস্য শম্ভুকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে বিকেল ৪ টার দিকে বরগুনা কারাগারে আনা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন গা ঢাকা থাকার পর ২০২৪ সালের ১১ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম গ্রেপ্তার করে।

পরে তাকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আশুলিয়া থানার অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া, ২০২৩ সালের ১৭ মার্চ  জেলা বিএনপির কার্যালয় ভাংচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ অভিযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গত ৩০ এপ্রিল শম্ভুকে প্রধান আসামি করে জেলা আওয়ামী লীগের ১৫৮ নেতা কর্মীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়। বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর