26 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনা পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:::

বরগুনা একই দিনে শাহিদা আক্তার রোজী (৫৫) ও মোঃ নাঈম (২৬) নামে দুই মরদেহ উদ্ধার করেছে বরগুনা সদর থানা পুলিশ ।

বুধবার (২১ মে) দুপুরের দিকে বরগুনা পৌর শহরের কমিশনার ভবনের দ্বিতীয় তলা থেকে ভাড়া বাসা থেকে শাহিদা আক্তার রোজী (৫৫) এবং বরগুনা সদর উপজেলাধীন ৭নং ঢলুয়া ইউনিয়নের খাজুড়া গ্রামের একটি বাগান থেকে নিখোঁজ হওয়া ভারসাম্যহীন মোঃ নাঈম (২৬) এর অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহিদা আক্তার রোজীর পরিবার সূত্রে জানা যায় , ৮ মাস আগে থেকে কমিশনার ভবনে ভাড়া থাকেন । গত দু’দিন আগ থেকে তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছিল না। পরিবারের অন্য সদস্যরা খোঁজ করতে এসে বাসায় তালা লাগানো অবস্থায় দেখতে পান। ভাটিয়া বাসার মালিক ও দারোয়ানের সহায়তায় শাহিদা আক্তার রোজীর ছেলেও পুত্রবধূ তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে রক্তমাখা তার মরদেহ দেখতে পান।

নিহত নাঈম এর মা জানান , মো. নাঈম মানসিক বিকারগ্রস্ত ছিল। এছাড়াও তিনি অবসেসিভ- কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত ছিল। গত তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পরে সে আর বাড়ি ফেরেনি।
এদিকে মরদেহের হাতের লাল সুতা ও পরনের কাপড় দেখে পরিবার নাঈমকে শনাক্ত করেছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা পৌর শহর ও ৭ নং ইউনিয়ন থেকে দুইটি মরদেহ পুলিশ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর