25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের সিংড়ায় পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাঁড়াবাড়ি গ্রামের মিজানের ছেলে আরাফাত ও একই গ্রামের আজিজের নাতি সাফি মূর্তিটি পুকুরে খননকৃত মাটিতে পায়। পরে মূর্তিটি তাঁরা দুইজন সমান ভাবে ভাগাভাগি করে নেয়।

খবর পেয়ে গ্রামবাসী প্রশাসন কে খবর দিলে মূর্তিটা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা ধারনা করছে পূর্বে এই এলাকায় প্রাচীন হিন্দু জমিদারেরা বসবাস করতো। তাই এটি তাদেরই ব্যবহৃত মুর্তি হতে পারে। এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে উদ্ধার হওয়া ৫কেজি ৯০০ গ্রাম ওজনের মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে দেখতে আসেন।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আদালতকে অবগত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর