রাঙামাটি প্রতিনিধি::
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে রাঙামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী বয়সভিত্তিক ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হচ্ছে।
১৪ মে ২০২৫, বুধবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, “রাঙামাটির ক্রীড়াঙ্গন দীর্ঘদিন ধরে গৌরবময় ভূমিকা পালন করে আসছে। এখানকার ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছে। আমরা চাই নতুন প্রজন্মও সেই ধারায় এগিয়ে যাক।”
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশিদ কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এবং জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শারীরিক শিক্ষা শিক্ষক ও অ্যাথলেটিকস প্রশিক্ষক মঈন উদ্দিন এবং অ্যাথলেটিকস প্রশিক্ষক অরুন চাকমা। তাঁরা প্রশিক্ষণে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
প্রশিক্ষণের প্রথম দিনেই জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে ৪০ জনকে নিয়ে মাসব্যাপী চূড়ান্ত প্রশিক্ষণ চালানো হবে। ফুটবল প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন সাবেক জাতীয় নারী ফুটবলার ও কোচ লিনা চাকমা এবং জেলা দলের সাবেক খেলোয়াড় মোঃ হানিফ।
এই উদ্যোগের মাধ্যমে রাঙামাটির ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা আবিষ্কারের পাশাপাশি যুব সমাজকে সুস্থ, সচেতন ও সৃজনশীলভাবে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।