আল আমিন, নাটোর প্রতিনিধি ::
৫ আগস্ট পরবর্তীতে নিয়মিত আদালতে প্র্যাকটিস করা এবং স্বনির্ভর সমবায় সমিতির নিয়মিত অফিস করলেও এতো দিন কোনো মামলা না থাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্বনির্ভর সমবায় সমিতি সভাপতি এ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করা হয়নি। তবে হঠাৎই আজ ১৩ মে মঙ্গলবার দুপুরে ইশতিয়াক আহমেদ ডলারকে স্বনির্ভর সমবায় সমিতি কার্যালয় বঙ্গজল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিকেলে ডলারকে আদালতে প্রেরণ করা হয়েছে।