25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে ৫ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন জয়গুন বিবি (৫০) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার কোনা বনগাঁও গ্রামে। তিনি স্থানীয় বাসিন্দা ইউসুফ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে নিজ বসতঘরে বিষপান করেন জয়গুন বিবি। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর