27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

রশিদাবাদ মাদ্রাসার সভাপতি হলেন মোহাম্মদ হারুন

আরও পড়ুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :::

চটগ্রাম জেলার পটিয়ায় রসিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর মো: আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত একপত্রে  সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেন।

সোমবার (১২ মে) প্রফেসর মো: আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাট শোভনদন্ডী ইউনিয়নের রসিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার পরিচালনার জন্য সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন,অভিভাবক সদস্য মো. আশরাফ আলী,সাধারন শিক্ষক সদস্য মাওলানা মো. আবদুর রহিম, সদস্য সচিব পদাধিকার বলে মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক। সভাপতি হিসেবে মনোনীত মোহাম্মদ হারুন -শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ সৈয়দ বাড়ীর আলহাজ্ব মোহাম্মদ সৈয়দের প্রথম সন্তান। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স (একাউন্টিং) । তাছাড়া তিনি দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হারুন মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এছাড়া তিনি একাধিক ব্যবসায়ীক, সামাজিক , সাংস্কৃতিক ও সেচ্ছ্বাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।
মোহাম্মদ হারুন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি কবিতা, প্রবন্ধসহ বাংলা সাহিত্যে অবদান রেখে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর