25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে বিভাগীয় পার্টনার প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আরও পড়ুন

পটুয়াখালী, ১৩ মে ২০২৫:বরিশাল অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ও “প্রোগ্রাম জন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের TSC সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল।

এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা সরকারি কর্মকর্তা, কৃষক, রফতানিকারক, কৃষি উদ্যোক্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, “পার্টনার” প্রকল্প পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীল কৃষি কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও টেকসই এবং জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও গবেষণার সমন্বয়ে কৃষি সম্প্রসারণের নতুন পরিকল্পনা ও কৌশল তৈরি করার উপর জোর দেন বক্তারা।
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর