26 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে দুই মাথা নিয়ে জন্ম নিলেন শিশু

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::;

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে ) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সৌরভী আক্তারের গর্ব থেকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ।

দুই মাথা জন্ম নেওয়া শিশু ও তার মা বর্তমাবর্তমানে সুস্থ আছেন। ডাক্তার নাসরিন পারভীনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়।

নবজাতকের মা সৌরভী আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মাজেদুর রহমানের স্ত্রীর ।এ বিষয়ে মাজেদুর রহমান বলেন, এটা আমার প্রথম সন্তান যখন আল্ট্রাসনোগ্রাম করছিলাম তখন ডাক্তার বলেছিলো জমজ সন্তান হবে।

শনিবারে আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাই। পরে আজকে অস্ত্র পাচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলেশিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক আছে।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডাক্তার নাসরিন পারভীন বলেন, আমাদের হাসপাতালে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমরা একটা সাজারিয়ান সেকশন সম্পূর্ণ করেছি। কনজয়েনড টুইন পেয়েছি। বাবুর মাথা দুইটা কিন্তু বডি একটাই।

টুইন প্রেগন্যান্সির কারণে এক হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন হতে পারে। শিশুটিকে চিকিৎসার জন্য স্কিন ওয়ার্ডে রেখেছি। মা ভালো আছে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সায়েম বলেন, আপাতত শিশুটির হার্ট চলমান আছে। কিন্তু শ্বাস নিচ্ছেন না । আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর