25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ঐতিহাসিক কুরআন দিবসে নাটোরের সিংড়ায় শিবিরের কুরআন বিতরণ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে ছাত্রশিবির।

আজ রোববার (১১ মে) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলী।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলী ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর