25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

আওয়ামীলীগের নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নাটোরে শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম ।

আজ রবিবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে মিছিলটি বের করেন নাটোর জেলা জামায়াতের নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী এলাকায় এসে প্রেসক্লাব চত্তরে সমাবেশ করেন।

শহর জামায়াতের সাধারণ সম্পাদক আলী আল মাসুদ মিলন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জমায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, সদর উপজেলা জামায়াতের আমীর মীর নুরুন্নবী ইসলামসহ নেতাকর্মিরা।

বক্তারা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই চলবেনা। শেখ হাসিনা সরকারে থাকাকালীন যে সকল কর্মকর্তা গণহত্যা চালাতে সহযোগিতা করেছেন তাদেরও বিচার করতে হবে। দেশে আর কোন সরকার কেই ভারতীয় প্রেসক্রিপশনে চলতে দেয়া যাবেনা।

উল্লেখ্য গতকাল শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগ এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কার্যক্রম নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর