25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই

আরও পড়ুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:::

চট্টগ্রামে বাঁশখালীতে অবৈধভাবে অস্ত্র পরিবহনকালে সিএনজি চালিত অটোরিকশা থেকে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় অভিযানে দুই মূলহোতাকে গ্রেফতার পরে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, ‘কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন টৈটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকার মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মো. সাখাওয়াত হোসেন (২৭) ও বাঁশখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার  মিয়াজি বাড়ির আহমদ হোসনের পুত্র মো. ইলিয়াস (৪১)।

এদিকে অস্ত্র আটক বিষয়ে রোববার (১১ মে) দুপুর ২টায় বাঁশখালী থানার হলরুমে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ। এ সময় বাঁশখালী থানার (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, ‘গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম বাঁশখালীর প্রধান সড়কের থানা গেইটে চেকপোস্ট বসিয়ে অটোরিকশাটি আটক করে। এ সময় যাত্রীবেশে থাকা আসামিদের হাতে থাকা প্লাস্টিকের পলিথিনের ভিতরে সাদা ও নীল রঙের পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুটি একনলা বন্দুক এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর নীল রঙের পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কক্সবাজার জেলার পেকুয়া হতে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকারোক্তি দেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র চোরা চালান ও মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর