26 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ::

“মানবতার পাশে, একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।

দিবসটি ঘিরে নানা কর্মসূচির মাধ্যমে আজ (৮ ই মে) বরগুনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়।

জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোল ও রেড ক্রিসেন্ট সংগীত পরিবেশনা ও কেক কেটে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি এবং র‍্যালি শেষে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপ যুব প্রধান-১ মো: সজিব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক মো: শফিউল আলম।

এ সময় ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো: আবদুল করিম, ন্যাচার পালস প্রজেক্টের কর্মকর্তা সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের , বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট দলের সদস্যবৃন্দ এবং ইউনিটের সিনিয়র যুব সদস্যরা।

এসময় বক্তারা বলেন, “রেড ক্রিসেন্ট কেবল একটি সংস্থা নয়, এটি একটি মানবিক আন্দোলন, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে। আজকের দিনটি আমাদের সেই আদর্শকে স্মরণ করিয়ে দেয়।” রেড ক্রিসেন্টের বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সেবা ও যুব সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ভূমিকা নিয়ে আলোচনা করেন। অন্যান্য বক্তারা আরো আশা প্রকাশ করেন, বর্তমান ও ভবিষ্যতের তরুণ প্রজন্ম রেড ক্রিসেন্টের আদর্শ অনুসরণ করে সমাজে মানবিকতার সেবা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সার্বিক সহায়তা করে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর