আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নাটোর শহরের দত্তপাড়া এলাকা থেকে পলিথিনে মোড়ানো মানুষের কনুইয়ের নিচে থেকে কাটা বাম হাত উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৭ মে বুধবার রাত ৮টার দিকে দত্তপাড়া নারদ নদের ওপরে ব্রিজের পাশে মহাসড়ক থেকে এই হাত উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, কোন একটি যানবাহন থেকে এই কাটা হাত নদীতে ছুড়ে ফেলার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি নদীতে না পড়ে মহাসড়কের উপরেই পড়ে যায়। লোকজন পলিথিনে মোড়ানো এই কাটা হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, এলাকাবাসীর খবরে পুলিশ দত্তপাড়া ব্রিজের কাছ যায়। সেখানে মহাসড়কের পাশে থেকে কাটা হাত উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি কোন বয়স্ক মানুষের হাত বলে ধারণা করা হচ্ছে। কাটা হাতটি কে বা কারা ফেলে দিয়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।