26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপ্তি

আরও পড়ুন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি জেলা::

খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সহযোগী খাগড়াছড়ি হিল ভিডিপি’র ২৮দিন অ্যাডভান্সড কোর্সের এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।

চেঙ্গীস্থ খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন ও খাগড়াছড়ি জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে চৌকস, বেস্ট ড্রিল, বেস্ট রানার, বেস্ট ফায়ারার, বেস্ট ক্রিকেটার, বেস্ট ভলিবল ও বেস্ট একাডেমিক সহ ২৭ জন প্রশিক্ষণার্থীকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
গত ৯ এপ্রিল হতে ২৮ দিন ব্যাপী খাগড়াছড়ি চেঙ্গী নদীর তীরে অবস্থিত জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময়ে প্রশিক্ষণার্থীদেরকে পিটি, ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ ও তাত্তিক ক্লাস পরিচালনা করা হয়।
জানা যায় চট্টগ্রাম রেঞ্জ ও ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো: সাইফুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বাহিনীর সম্পর্কিত ধারণা, আইন ও বিধিসমূহ সম্পর্কে আলোচনা করেন। সে সাথে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আনসার ও ভিডিপি সদর দপ্তরের ভিডিপি (প্রশিক্ষণ) শাখার উপমহাপরিচালক জুম প্লাটফর্মে মতবিনিময় সভা করেন এবং বাহিনীতে আসন্ন বিভিন্ন উন্নতমানের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য “কমিউনিটি অ্যালার্ট মেকানিজম এর মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল” এর বিষয়ে ক্লাস পরিচালনা করেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য “সামাজিক অপরাধের ধরণ ও ব্যাপকতা” বিষয়ে আলোচনা করেন।

এই দীর্ঘ ২৮দিনের প্রশিক্ষণে শর্টগান ও ৭.৬২ মি. মি. রাইফেল এর বিষয়ে বিশদ ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদেরকে ১০ রাউন্ড হারে ৬০০ রাউন্ড ৭.৬২ মি. মি রাইফেল এর ফায়ারিং অনুশীলন খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষণার্থীগণ বাহিনীর উন্নত মানের কারিগরি প্রশিক্ষণ, সম্মানী ভাতার
ভিত্তিতে হিল ভিডিপিতে যোগদান, স্বল্পমেয়াদে অঙ্গীভূত হওয়ার সুযোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর