বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::
বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নে মংখয় পাড়ায় খেয়াং সম্প্রদায়ের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় সমাবেশে বক্তরা বলেন মংখয় পাড়ায় খেয়াং সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা এনে । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা, ত্রিপিটক চাকমা,জয়া ত্রিপুরা ও
কিৃপায়ন ত্রিপুরা।
এর আগে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকা থেকে এক নারী জুম চাষীর লাশ উদ্ধার করা হয় সোমবার বিকেলে ওই এলাকার একটি খেয়াং সম্প্রদায়ের পাড়ার কাছে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেয়। ঐ নারী জুম চাষির নাম চিংমা খেয়াং (২৭)। সে ওই এলাকার ৮ নং ওয়ার্ডের মংখ্যং খেয়াং পাড়ার সুমন খেয়াং এর স্ত্রী।