25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ি জেলা যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী ১০ মে যুবদলের ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে খাগড়াছড়ি জেলা যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ মে) খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ের হল রুমে বিকাল ৩:৩০ ঘটিকার সময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যবদলের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম পল। তিনি বলেন, আমরা চাই দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি-কোটি তরুণ-তরুণীর জীবনে আশার আলো জ্বালাতে। যাতে তাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয়। সমস্যার সমাধান ঘটে এবং ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়ন ঘটে। আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয়, বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস। যেখানে তরুণরা কেবল ভোটার নয়, বরং আগামীর নীতিনির্ধারক, চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতাও তারা।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুবদল এর আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পানছড়ি উপজেলা যুবদল এর আহ্বায়ক মোঃ আবছার, মহালছড়ি উপজেলা যুবদল এর আহ্বায়ক শরীফুল ইসলাম, রামগড় উপজেলা যুবদল এর আহ্বায়ক শাহ আলম বাদশা।

এসময় সভায় বক্তারা আগামী ১০ মে তারিখের সমাবেশকে সফল করতে যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর