26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার দুপুর ১২টায় ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের অপসারণ দাবি করেন স্থানীয় ব্যবসায়ী আশরাফ আলী, শাহাদৎ হোসেন এবং লইম সরকার। অভিযোগকারীরা রাজনৈতিক কোন দলের পদে না থাকলেও বিএনপির রাজনীতির অনুসারী বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আশরাফ আলী দাবি করেন, জোনাইল হাট উন্নয়ন প্রকল্পের অধীনে ১০ টি দোকান ঘর, সিসি রাস্তা ঢালাইয়ের কাজ, ড্রেন সংস্কারের কয়েকটি প্রকল্পের প্রায় ১৫ লক্ষ টাকা কাজ শেষ না করেই আত্নসাৎ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়া গত নির্বাচনে জয়লাভ করার পর ভোটে সহযোগীতা না করায় আব্দুর রহিম নামে এক মৎস্যচাষীর লিজকৃত পুকুর থেকে প্রায় ১৬ লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ রয়েছে আবুল কালামের বিরুদ্ধে। বর্তমানে মাছ লুটের মামলাটি আদালতে চলমান রয়েছে। এছাড়া ভোটে জেতার পর নানা অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অপদার্থ উল্লেখ করে তার অপসারণের দাবি জানান তারা।

এবিষয়ে জানতে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর