26 C
Dhaka
Thursday, October 2, 2025

লক্ষ্মীছড়িতে ধর্ষণের অভিযোগে আটক ২

আরও পড়ুন

খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষনের অভিযোগে ২জনকে আটকের খবর পাওয়া গেছে। লক্ষ্মীছড়ি থানা সূত্রে জানা গেছে, ১ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মামলার বাদী (ছদ্ধনাম রীমা শীল) (১৮) গোসল করতে যায় এবং পড়নের কাপড় চোপড় ধোয়ার জন্য তাদের ঘরের সামনে রাস্তার নিচে খালে গেলে পূর্ব হইতে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুই জন আসামী ভিকটিমের মুখ চেপে ধরে পাশে থাকা গাছের আড়ালে নিয়ে যায়। তখন ২ জন আসামীর মধ্যে ১ জন আসামী ভিকটিমের মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে এবং অপর আসামী মোবাইলে ভিডিও ধারণ করে। এভাবে অপর আসামীও ভিকটিমকে ধর্ষণ করে এবং পূর্বে ধর্ষণ করা আসামী মোবাইলে ভিডিও ধারণ করে।

এ ঘটনার পর ভিকটিম বাদী হয়ে অভিযোগ করলে অজ্ঞাতনামা ২ জন আসামির বিরুদ্ধে লক্ষীছড়ি থানায় মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ রুজু করা হয়।

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মু: খালেদ হোসেন এর নেতৃত্বে একটি আভিযান শুরু করে। বাদীর দেয়া আসামিদের দৈহিক বর্ণনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করে আসামি মোঃ মাফিজুল ইসলাম (৩১), পিতা- মনিরুল ইসলাম, মাতা- মাফুজা বেগম, সাং-জুর্গাছড়ি, থানা-লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়িকে রাত অনুমান ২.১৫ ঘটিকার সময় জুর্গাছড়ি এলাকা হতে এবং অপর আসামী আবু তালেব গাজী (২৮), পিতা-হামিদুল গাজী, মাতা- তাসলিমা গাজী, সাং-লক্ষীছড়ি গুচ্ছগ্রাম, থানা- লক্ষীছড়ি, জেলা- খাগড়াছড়িকে রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় গুচ্ছগ্রাম এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু: খালেদ হোসেন সাংবাদিকদের জানান, মামলা রুজুর মাত্র ৩ঘন্টার মধেই পুলিশ আসামীদের ধরতে সক্ষম হয়। আসামীদ্বয়কে গ্রেফতার পরবর্তী থানায় নিয়ে আসলে মামলার ভিকটিম উক্ত আসামীদ্বয়কে সনাক্ত করে। আসামিদ্বয়ও প্রাথমিকভাবে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর