ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি::
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তাঁরাখো গ্রামে ঝরঝরি খালের পানির গতিপথরোধ করে বাঁধ নির্মান করায় চরম ভোগান্তির শিকার এলাকার ২০ হাজার মানুষ।
এই নিয়ে শুক্রবার (২মে) বিকেল ৩টায় খালের পাশে তারাখো সড়কে মানববন্ধন করে এর প্রতিকার চেয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
তাদের দাবী এলাকার প্রভাবশালী একটি পরিবার সুবিধা নিতে মূলত এই খালের গতিপথ পরিবর্তন করেছে। সুষ্ঠ তদন্ত করে পূর্বের মতো পানির প্রবাহ ফিরেয়ে দিলে গ্রামের ২০ হাজার মানুষ উপকৃত হবে।
মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, ‘খালের এই বাঁধের কারণে বর্ষাকালে বন্যার পানিতে প্লাবিত হয় শত শত একর কৃষি জমি। ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার শতাধিক কৃষক। বন্যার পানিতে বেশ কয়েকটি মাটির দেয়াল পানিতে তলিয়ে গিয়েছে।’
মানববন্ধনে শতাধিক মানুষের উপস্থিতিতে বড় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুছা আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনা কর্মকর্তা ফয়েজ আহমেদ ও কফিল উদ্দিন, ব্যাংকার হারুনুর রশিদ ও মাহবুবুল আলম সহ প্রমূখ।
ছবির ক্যাপশনঃ ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের খালের গতিপথ পরিবর্তন করায় মানববন্ধনে এলাকাবাসী।