25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:::

নাটোরের এসএসসি পরীক্ষার্থী সালমান(১৭) ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল আজ ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ পেশায় একজন রিক্সা চালক এবং ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

নিহত খোরশেদ আলমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান ইজ সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, নিহত খোরশেদ আলম একজন গাঁজা ব্যবসায়ী এবং সেবনকারী। অভিযুক্ত সালমান মাদকাসক্ত গাঁজার সেবী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান এই হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর