আল আমিন, নাটোর প্রতিনিধি:::
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরকোল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকদের মধ্যে রয়েছেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৪২), একই এলাকার বাসিন্দা মো. মিলন হোসেন (৩৮) এবং শেরকোল শ্রীরামপুর গ্রামের মো. পলাশ (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, যানবাহন থেকে চাঁদা আদায়ের খবরে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।